• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

বিএনপিকে প্রত্যাখ্যান করে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে জনগণ- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • ''
  • প্রকাশিত ০৮ মে ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন জনগব নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে। তিনি দুপুরে নিজ বাড়ি দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি অনেকটা কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কেরানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন ২ জন। বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ থানা আ’লীগের সভাপতি শাহীন আহমেদ আনারস প্রতীককে ও মডেল থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীককে নির্বাচন করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৩ জন।

কেরানীগঞ্জ উপজেলায় মোট ভোটার ৬ লাখ ১১ হাজার ৬ শত ৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৭ হাজার ৩ শত ৬৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৯৪ হাজার ৩ শত ৩৯ জন। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই মাঠে নিয়োজিত রয়েছে। সকাল দুপুর ২ টা পর্যন্ত ঘুরে সর্বশেষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads